প্রস্তাবিত কর্মসূচিটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন, বর্গাচাষী, ছিটমহলবাসী এবং সমাজে পিছিয়ে পড়া মানুষ সহ জাতীয়ভাবে উন্নয়ন হবে। এ কর্মসূচির ফলাফল বিভিন্ন সরকারী কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহিত সংযোগ স্থাপনের ফলে কৃষির উৎপাদন অভূতপূর্ব বৃদ্ধির সুযোগ বয়ে আনবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে নিম্নবর্ণিত ফলাফল আশা করা যায়:
ক) ২৫৬টি উপজেলাধীন ৭৬৮০ টি দল নির্বাচিত হবে;
খ) ২৭০০০০ জন সদস্য নিয়ে ৭৬৮০ টি নতুন সমিতি গঠন হবে;
গ) ৬৪টি জেলায় ৬৪০ জন পাইকারী বিক্রেতার সাথে বিপণন সংযোগ স্থাপন করা হবে;
ঘ) সুবিধা বঞ্চিত গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকান্ডের (ভার্মি কম্পোষ্ট সার তৈরী, শস্য বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি) দ্বারা ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি হবে। ফলে তারা শহরমূখী না হয়ে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হবে।
ঙ) উক্ত প্রস্তাবিত কর্মসূচিটি শুধুমাত্র নারীর জন্য কর্মসংস্থান ও আয়ের সৃষ্টি হবেনা বরং নারীর ক্ষমতায়নের বিকাশ ঘটানো সম্ভব হবে।